• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে মাশরাফির মহানুভবতা

  ক্রীড়া ডেস্ক

২৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮
মাশরাফি বিন মর্তুজা
ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে ঢাকার অধিনায়ক মাশরাফি স্থাপন করলেন মহানুভবতার অনন্য দৃষ্টান্ত।

মূলত তার চাওয়াতেই নিয়মানুযায়ী আউট হয়েও সাজঘরে ফিরতে হয়নি ইমরুল কায়েসকে। ঘটনার সূত্রপাত চট্টগ্রামে ব্যাট করার সময়। প্রথমে ব্যাট করে খুব বেশি রান করতে পারেনি ঢাকা। মামুলি লক্ষ্যের তাড়ায় শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। এ অবস্থায় ক্রিজে ছিলেন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন।

ইনিংসের চতুর্থ ওভারে মাহেদী হাসানের বল ঠেকিয়েই একটু এগিয়ে যান কায়েস। এ সময় ঢাকার মুমিনুল হক দ্রুতগতিতে দৌড়ে এসে স্ট্যাম্পে বল লাগিয়ে দেন। পপিং ক্রিজে ব্যাট না রেখে এগিয়ে যাওয়ায় তাকে আউট দেওয়ার দাবি জানায় ঢাকার খেলোয়াড়রা।

আরও পড়ুন :- যে কারণে পাকিস্তানে যেতে চায় না ক্রিকেটাররা

তবে এখানে বাধা হয়ে দাঁড়ান খোদ ঢাকার ক্যাপ্টেন মাশরাফি। তিনি সবাইকে যার যার জায়গায় যেতে বলেন এবং আউটের আবেদন তুলে নেন। ফলে এই ঘটনা আর বেশি দূর গড়ায়নি। উল্টো জীবন পান কায়েস। দলের মামুলি সংগ্রহের পরেও ম্যাশের এমন উদারতা সবাইকেই মুগ্ধ করেছে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড