ক্রীড়া ডেস্ক
টানা তিন ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিবের ফরচুন বরিশাল। সমান ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মাশরাফি মুশফিকদের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।
শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বরিশালকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।
আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বরিশাল। দলের হয়ে ৪৫ বলে ৮ চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক সাকিব। এছাড়া ২৭, ২১ ও ২০ রান করে করেন ইবরাহিম জাদরান, চাতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়।
টার্গেট তাড়া করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে ওঠেনি কুমিল্লা। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ। ১৫ বলে ২৮ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। ১৯ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড