• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লজ্জার রেকর্ডে ইমরুলের সঙ্গী বিজয়

  ক্রীড়া ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৬
এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস
এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস (ছবি: সংগৃহীত)

বঙ্গবন্ধু বিপিএলের ১৭তম ম্যাচে জয় পেয়েছে ঢাকা প্লাটুন। কুমিল্লা ওয়ারিয়র্সকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। ঢাকা জিতলেও ভালো খেলতে পারেনি দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে শূন্য রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এ ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিপিএলের সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডে ভাগ বসালেন এনামুল। এ টুর্নামেন্টের সাত আসরে এখন পর্যন্ত ১০ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। এতদিন ১০ বার শূন্য রানে আউট হয়ে এককভাবে এ লজ্জার রেকর্ডের অংশীদার ছিলেন আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস। এবার ইমরুল সঙ্গী হিসেবে পেলেন এনামুলকে।

আরও পড়ুন- বর্ষসেরা বোলারের তালিকায় মুস্তাফিজ

এছাড়া বিপিএলে তৃতীয় সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডধারী সাব্বিরও এ ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। কুমিল্লার এ ব্যাটসম্যান ম্যাচে ৭ বল খেলে কোনো রান না করেই মেহেদীর বলে আউট হন। ফলে সাব্বিরের শূন্যের সংখ্যা দাঁড়ায় ৮ এ। এছাড়া যৌথভাবে তালিকার চতুর্থ স্থানে থাকা রুবেল হোসেন ও মাশরাফি বিন মর্তুজা সমান ৭ বার শূন্য রানে আউট হয়েছেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড