• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যারাডোনার শ্রদ্ধায় মেসির হলুদ কার্ড প্রত্যাহারের দাবি

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ১০:৫৯
ম্যারাডোনাকে অভিনব শ্রদ্ধা লিয়োনেল মেসির।
ম্যারাডোনাকে অভিনব শ্রদ্ধা লিয়োনেল মেসির। (ছবি: সংগৃহীত)

ওসাসুনার বিরুদ্ধে গোল করে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে অভিনব শ্রদ্ধা জানিয়েছিলেন লিয়োনেল মেসি। দুই আর্জেন্টিনীয় মহাতারকাই তাদের দেশের ক্লাব নিউওয়েলস ওলেড বয়েজ় দলের হয়ে খেলেছেন। সেই ক্লাবেরই ১০ নম্বর জার্সি পরে আকাশের দিকে দু’হাত তুলে মেসি সম্মান জানিয়েছিলেন ম্যারাডোনাকে।

কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠের মধ্যে বার্সেলোনার টিম জার্সি খুলে ফেলার কারণে রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। সঙ্গে দু’লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানাও করা হয়। প্রশ্ন উঠেছে, প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কেন হলুদ কার্ড দেখতে হবে মেসিকে? লা লিগা কমিটির কাছে হলুদ কার্ড প্রত্যাহার করার আবেদনও জানাবে বার্সেলোনা।

এ ক্ষেত্রে বার্সেলোনা কর্তারা অতীতে মাঠে রিয়াল মাদ্রিদ তারকা সের্খিয়ো র‌্যামোসের উদাহরণ তুলে ধরতে পারেন। ২০০৭ সালে সেভিয়ার ফুটবলার আন্তোনিয়ো পুয়ের্তার স্মরণে নিজের জার্সি খুলে সেভিয়ার জার্সি পরেছিলেন র‌্যামোস। তাকেও সেই সময়ে হলুদ কার্ড দেখানো হয়। পরে রিয়াল মাদ্রিদের অনুরোধে হলুদ কার্ড প্রত্যাহার করে নেয় লা লিগা কমিটি।

আরও পড়ুন : বিশ্বকাপের আগেও ‘হ্যান্ডস অব গড’ গোল করেছিল ম্যারাডোনা

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ম্যাচ রয়েছে বার্সেলোনার। এই ম্যাচের আগেই বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, “আমরা সকলেই জানি, জার্সি খোলার ব্যাপারে নিয়ম রয়েছে। কিন্তু এটাও তো সকলেই বুঝছে যে, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতেই মেসি বার্সেলোনার জার্সিটা খুলে ওই বিশেষ জার্সিটা পরেছিল।’’ যোগ করছেন, ‘‘আমাকে যদি প্রশ্ন করেন, তা হলে বলব, আমিও হয়তো তাই-ই করতাম।” বার্সেলোনা আশাবাদী, তাদের আবেদনে সাড়া দেবে লা লিগা কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড