• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের আগেও ‘হ্যান্ডস অব গড’ গোল করেছিল ম্যারাডোনা

  ক্রীড়া ডেস্ক

০২ ডিসেম্বর ২০২০, ০৯:৪০
দিয়েগো ম্যারাডোনা ও জিকো
ব্রাজিল কিংবদন্তি জিকো ও দিয়েগো ম্যারাডোনার হ্যান্ডস অব গড গোল। (ছবি : সংগৃহীত)

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে বিখ্যাত হয়ে যান দিয়েগো ম্যারাডোনা। ম্যাচের পর ম্যারাডোনা নিজেই ফাঁস করেন সেই তথ্য। বলেছিলেন, ‘ওটা ছিল হ্যান্ডস অব গড’। এ গোলের চার মিনিট পরই তিনি করেছিলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। তার মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী যখন ভক্ত-সমর্থক থেকে শুরু করে সবাই শোক পালন করছে, এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ম্যারাডোনার সময়কার ফুটবলার, ব্রাজিলিয়ান জিকো। আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে এই ব্রাজিল কিংবদন্তি বলছেন, ম্যারাডোনা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগেও হাত দিয়ে গোল করেছেন।

ইতালির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জিকো ফাঁস করেছেন, ম্যারাডোনার প্রথম ‘হ্যান্ডস অব গড’ গোল ছিল ইতালি লিগে, ন্যাপোলির হয়ে।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুই বছর আগে ন্যাপোলির হয়ে উদিনিসের বিরুদ্ধে হাত দিয়ে সেই গোলটি করেছিলেন ম্যারাডোনা।

জিকো বলেন, ‘সালটা ১৯৮৩। আমি সবে উদিনিসে এসেছি। আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম; কিন্তু দিয়েগো গোল শোধ করে দেয়। সেই গোলটা সে করেছিল হাত দিয়ে।’ জিকো সঙ্গে যোগ করেন, ‘আমি ক্ষিপ্ত হয়ে উঠি। রেফারিকে গিয়ে বলি, অভিনন্দন। এ ভাবেই চালিয়ে যান।’

রেফারির সঙ্গে এমন আচরণের জন্য জিকোকে লাল কার্ড দেখতে হয় ওই ম্যাচে। চার ম্যাচের জন্য নিষিদ্ধও হন তিনি। জিকো বলছেন, ‘আমি প্রায়ই দিয়েগোকে মজা করে বলতাম, তুমি হ্যান্ড অব গড গোলের ট্রেনিংটা ইতালি লিগে আমাদের সঙ্গে করে নিয়েছিলে।’

আরও পড়ুন : কাতার কঠিন প্রতিপক্ষ হলেও আশাবাদী জীবন

হাত দিয়ে গোল করার পুরোনো সেই ঘটনার কথা ফাঁস করার পাশাপাশি ম্যারাডোনাকে সর্বকালের সেরাদের আসনে বসাচ্ছেন জিকো। তার কথায়, ‘ম্যারাডোনা আমার দেখা সর্বকালের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে থাকবেন। আমার দেখা সেরা পাঁচ হরো- গ্যারিঞ্চা, পেলে, ম্যারাডোনা, ক্রুয়েফ এবং বেকেনবাওয়ার।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড