• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের সব বাবাকে মুশফিকের সালাম

  ক্রীড়া প্রতিবেদক

২১ জুন ২০২০, ১৬:১৯
বিশ্বের সব বাবাকে মুশফিকের সালাম
বাবার সঙ্গে ছবি তুললেন ক্রিকেটার মুশফিকুর রহিম (ছবি : সংগৃহীত)

বিশ্বের প্রায় ৭৪টি দেশে রবিবার (২১ জুন) পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। যার ব্যতিক্রম নয় বাংলাদেশেও। এই দিনে বাবাদের সঙ্গে বিশেষ স্মৃতি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বাবা দিবসের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বাবা দিবসে সকল বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন মুশফিক। সেখানে তিনি বলেছেন, বাবা দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি পৃথিবীর সব বাবাকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সব বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।

অভিজ্ঞ পেসার রুবেল হোসেন তার বাবা ও ছেলের সঙ্গে দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, পৃথিবীর কাছে তুমি শুধু বাবা, কিন্তু আমার কাছে তুমিই আমার পৃথিবী।

নিজের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ক্যাপশনে লিখেছেন, বাবা দিবসের শুভেচ্ছা।

১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় সর্বপ্রথম বাবা দিবস উদযাপিত হয় বলে তথ্য পাওয়া যায়। পাশাপাশি সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের চিন্তা আসে। ১৯০৯ সালে ভার্জিনিয়ার বাবা দিবসের কথা তিনি জানতেন না।

আরও পড়ুন : তামিমের চোখে পরবর্তী পঞ্চপাণ্ডব যারা

ডড এই ধারণা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে। সেই পুরোহিত মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তখনই তার মনে হয়, বাবাদের নিয়েও কিছু করা দরকার। পরে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে পরের বছর ১৯১০ সালের ১৯ জুন থেকে বাবা দিবস উদযাপন শুরু করেন। কালক্রমে এসেছে বাংলাদেশেও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড