• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিয়ালকে টপকে ইতিহাসের শীর্ষে বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৪
লা লিগার ইতিহাস
এইবারের বিপক্ষে মেসিদের গোল উদযাপন (ছবি : সংগৃহীত)

লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এইবারকে পাঁচ গোলে হারিয়ে চূড়ায় পৌঁছেছে কাতালুনিয়ার দলটি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এইবারের বিপক্ষে ৫-০ গোলে জেতার পর লা লিগায় বার্সেলোনার গোল হলো ৬ হাজার ১৫১টি। লেভান্তের মুখোমুখি হওয়ার আগে রিয়ালের গোল ৬ হাজার ১৫০টি।

চলতি আসরে শিরোপাধারীরা ২৫ ম্যাচে করেছে ৬২ গোল। এক ম্যাচ কম খেলা রিয়াল করেছে ৪৬ গোল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ৬০ বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান হবে বার্সেলোনার। লিগে মোট গোলের হিসাবে সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুম শেষে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল তারা। সেই আসর শেষে বার্সেলোনার গোল ছিল ১ হাজার ৯১৩টি, রিয়ালের ১ হাজার ৮৯৮টি।

দুই দলের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি ছিল ১৯৮৯-৯০ মৌসুম শেষে। ১৩৯ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। এক মৌসুমে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হলো ৪৬ গোল। ১৯৮৭-৮৮ মৌসুমে রিয়াল করেছিল ৯৫ গোল, বার্সেলোনা কেবল ৪৬টি।

আরও পড়ুন : সাবেক ক্লাবের কাছে ধরাশায়ী মরিনহো

১৯৬৬-৬৭ মৌসুমে দুই দলই করেছিল ৫৮ গোল করে। রিয়াল ও বার্সেলোনা লিগে দ্বিতীয় সর্বশেষ সমান গোল করে ১৯৮০-৮১ মৌসুমে। সেবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল গোল করেছিল ৬৬টি করে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড