• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুবাদের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটাররা

  ক্রীড়া ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৭
বাংলাদেশ-ভারত
চ্যাম্পিয়ন টাইগার যুবারা (ছবি : সংগৃহীত)

পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পরাজিত করেছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। পচেফস্ট্রুমে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই প্রিয়াম গার্গদের পরাস্ত করেছে বাংলাদেশ যুবারা। ফলে জুনিয়র টাইগারদের জয়ে প্রশংসা করতে কার্পণ্য করেননি ভারতীয় সাবেক ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান লেখেন, ‘বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। এটা তাদের ক্রিকেটের জন্য অনেক কিছু এনে দেবে। জয়টা খুব দরকার ছিল। ভারতও ভালো খেলেছে।’

হরভজন সিং লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটা একটা দুর্দান্ত ফাইনাল ম্যাচ ছিল। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। চিন্তা করো না ভারত, তোমরাও চ্যাম্পিয়নের মতোই খেলেছ।’

মোহাম্মদ কাইফ বাংলাদেশের জয়ের রহস্য টেনে এনে লিখেছেন, ‘৮৫/৫ থেকে ম্যাচ জয়! চোট নিয়েও ইমনের ব্যাটিং করা এবং আকবরের ঠান্ডা মাথায় খেলা বাংলাদেশকে জয় এনে দিয়েছে।’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একটি মুহূর্ত। এই ম্যাচ দেখার পর তারা এটা (বিশ্বকাপ) প্রত্যাশা করে।’

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল লিখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতের ভাগ্য খারাপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটি দারুণ ছিল।’

আরও পড়ুন : ইউ বিউটি আকবর আলী : মাশরাফি

এ দিকে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। টুইটের মাধ্যমে অভিনন্দন জানায় তারা- ‘ভালো লড়াই করেছ টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ফাইনালে রোমাঞ্চকর সমাপ্তি, অভিনন্দন বাংলাদেশ।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড