• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউ বিউটি আকবর আলী : মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯
আকবর আলী ও মাশরাফি বিন মর্তুজা
আকবর আলী ও মাশরাফি বিন মর্তুজা (ছবি : সংগৃহীত)

পচেফস্ট্রুমের ঐতিহাসিক ফাইনালে রবিবার (৯ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর লড়াইয়ে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমেই শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। আর চ্যাম্পিয়ান হওয়ার পথে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। তার হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ, বিশেষত আমার শহরের অভিষেক দাসকে। রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সকল খেলোয়ার ও কোচিং স্টাফকে অভিনন্দন। আকবর ইউ বিউটি। আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ। কী দুর্দান্ত অর্জন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য এটা সুন্দর মুহূর্ত। অনেক দূর যেতে হবে। ভবিষ্যতে সফলতার জন্য আশীর্বাদ রইল।’

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম- ‘নিঃসন্দেহে আমি বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যুবরা আমাকে গর্বিত করেছে, এ রকম গর্বিত কখনো হইনি। অভিনন্দন সুপারস্টারস।’

আরও পড়ুন : আনন্দে কাঁদলেন আকবর আলীর বাবা-মা

উল্লেখ্য, রবিবার (৯ ফেব্রুয়ারি) টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড