• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্ষার শুরুতেই জমে উঠেছে ঝিটকার নৌকা হাট

  শুভংকর পোদ্দার, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

০১ জুলাই ২০১৯, ১২:২১
মানিকগঞ্জ
ঝিটকার নৌকার হাট

নদীমাতৃক দেশ বাংলাদেশ। তাই বর্ষা মৌসুম আসলেই পানিতে তলিয়ে যায় নদী পাড়ের এলাকাগুলোর পথ-ঘাট। এসময় এসব এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা। তাই প্রতি বছরের মতো এবারো বর্ষার শুরুতেই জমে উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার নৌকার হাট।

তবে নৌকা তৈরির বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি নৌকার মূল্য। এতে খুব একটা লাভ হয়না বলে জানান বিক্রেতারা।

বর্ষার মৌসুম এলেই বাড়তে থাকে নদ-নদীর পানি। পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যায় নদী পাড়ের আশপাশের এলাকাগুলোর রাস্তাঘাট। এসময় নদী পাড়ের মানুষগুলোর যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে ডিঙ্গি নৌকা। তাই বর্ষার শুরুতেই জমে উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার নৌকার হাট।

এ সপ্তাহের হাটে ক্রেতা সমাগম বেশি হওয়ায় বেচাকেনাও বেশ ভালো বলে জানান বিক্রেতারা। তবে নৌকার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, নৌকা তৈরির বিভিন্ন উপকরণের মূল্য বাড়ালেও বাড়েনি নৌকার দাম।

ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সি জানান, গত সপ্তাহে ৫/৭ টি নৌকা বিক্রি হয়েছে এবং এ সপ্তাহে বেশ কয়েকটি নৌকা বিক্রি হয়েছে। তাই দূরদূরান্ত থেকে নৌকার হাটে আগত ক্রেতা বিক্রেতাদের রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অতি শীঘ্রই একটি বসার জায়গার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, বর্ষা মৌসুমের তিন মাস, সপ্তাহে একদিন প্রতি শনিবার এই নৌকার হাট বসে।

ওডি/আরবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড