• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিলে ভাসছে দৃষ্টি নন্দন পানাফুল

  হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট

০৫ নভেম্বর ২০২০, ১০:৪১
পানাফুল
পানাফুল (ছবি : দৈনিক অধিকার)

বর্ষার জলে ভেসে এসেছে কচুরিপানা। এ পানাগুলো স্থির হয়েছে বিলে। জেনো প্রকৃতির খেয়ালে উঁকি দিচ্ছে ফুটন্ত পানাফুল। আর এই ফুলের অপরূপ দৃশ্যতে বিমোহিত সৌন্দর্য পিপাসুরা।

সরেজমিনে মঙ্গলবার সকালে লালমনিরহাটের লালমনিরহাট-বুড়িমারী সড়কের নামুরি স্বর্ণা মতির ব্রিজ নামক স্থানের পাশে বিলে দেখা যায় পানাফুলের স্বর্গীয় দৃশ্য।

জানা যায়, পাকা সড়কের ধারে বিলটি বছরের কয়েকমাস লোকচক্ষুর আড়ালে থাকে। সেটি বর্ষা পেরিয়ে শরতে এসে হাজারো মানুষের দৃষ্টিকাড়ে। এ সময়টা বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে উঠে পানাফুল। জলে ভাসা এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে পথচারীরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। একই সঙ্গে ভ্রমণ পিপাসু কিংবা সৌন্দর্য পিপাসু যুবক-যুবতীরাও চাতক পাখির মতো তাকিয়ে রয় বিলের দিকে। জেনো প্রাণ জুড়াতে সুদূর দৃষ্টি বিলের চারিদিকে। পানাফুলের রূপেভরা পাটানোছা বিলের সৌন্দর্যকে অনেকে ক্যামেরায় ধারণ করে তা ফেসবুকেও পোষ্ট দিচ্ছেন।

বিলটিতে আসা রিয়া আক্তার রিতু নামের এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের ফেসবুকে পানাফুলে স্বর্গরাজ্য দেখে এখানে না এসে পারলাম না। বিলজুড়ে নজরকাড়া ফুলের দৃশ্য দেখে অনেকটাই মুগ্ধ হলাম।

স্থানীয় রফিকুল ইসলাম নামে স্কুল শিক্ষক বলেন, প্রতি বছর শরৎকালে পানাফুলে সাজিয়ে উঠে পাটানোছা বিলটি। ফলে দুরের মানুষদের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে এ জায়গাটি। সম্প্রতি প্রতিদিন শত শত মানুষ ফুটন্ত ফুলের সৌন্দর্য দেখতে আসেন এ বিলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড