• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞার বাধা ডিঙাল ট্রাম্পের অ্যাকাউন্ট

  প্রযুক্তি ডেস্ক

১৪ জুলাই ২০২০, ১৯:০১
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সংগৃহীত)

মেক্সিকান অভিবাসীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার দুই সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে টুইচ।

এর আগে দুটি স্ট্রিমে মেক্সিকান অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে ওই অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল ভিডিও শেয়ারিং সাইটটি।

এমন আচরণের শাস্তি হিসেবে ঠিক কী কারণে দুই সপ্তাহের নিষেধাজ্ঞাকে যথাযথ বলে মনে করছে টুইচ, তা এখনও জানা যায়নি। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইচ মুখপাত্র।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেক্সিকান অভিবাসীদের নিয়ে দুটি স্ট্রিমে নেতিবাচক মন্তব্য করায় টুইচ জানিয়েছিল, প্ল্যাটফর্মের ‘বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং হয়রানি নীতিমালা’ ভেঙেছে ট্রাম্পের অ্যাকাউন্ট।

আরও পড়ুন : ফেসবুক-ইনস্টাগ্রামে নতুন নীতিমালা

ভিডিও শেয়ারিং সাইটটি আরও বলেছিল, ‘টুইচে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। স্ট্রিমে কিছু মন্তব্য করার জন্য আমাদের নীতিমালা মেনে টুইচ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

টুইচ যেদিন ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল, সেদিন ইন্টারনেটের প্রথম পাতা খ্যাত প্ল্যাটফর্ম রেডিটও ট্রাম্পের সাবরেডিট মুছে দিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড