• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন ইউটরেন্টের বিকল্প কিছু সফটওয়্যারের নাম

  প্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০১৯, ১৫:৩৩
ইউটরেন্ট
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বিশ্বব্যাপী পার্সন টু পার্সন (পিটুপি) ফাইল শেয়ারিং বেশ জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতেই বিভিন্ন টরেন্ট শেয়ারিং ওয়েবসাইট গড়ে উঠেছে, যেগুলো থেকে ফাইল ডাউনলোড করা হয়ে থাকে।

টরেন্ট ফাইল ডাউলোডের জন্য বিশেষ এক ধরনের সফটওয়্যারের দরকার হয়,যাকে টরেন্ট ক্লায়েন্ট বলা হয়। ইউটরেন্ট নামক সফটওয়্যারটি এই কাজে ব্যাপক জনপ্রিয়।

তবে সম্প্রতি বিট টরেন্ট নামক কোম্পানির কাছে সফটওয়্যারটি বিক্রি হয়ে যাওয়ায় এতে কয়েকগুণ বিজ্ঞাপন প্রদর্শনের মাত্রা বেড়েছে। এজন্য অনেকেই সফটওয়্যারটির বিকল্প খুঁজছেন।এবার চলুন ইউটরেন্টের বিকল্প কিছু সফটওয়্যারের নাম জেনে নেই।

টিক্সাটি

অনেকেই আছেন যারা বিভিন্ন সফটওয়্যারকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পছন্দ করেন। তাদের জন্যই মূলত সফটওয়্যার। রেগুলার ফিচারগুলোর পাশাপাশি এখানে নিজেদের মতো করে সাজানোর অনেক ফিচার আছে।

এটিও বিজ্ঞাপন মুক্ত, ওপেন সোর্স সফটওইয়্যার। এই লিংক থেকে এটি ডাউনলোড করা যাবে।

কিউবিটটরেন্ট

এই সফটওয়্যারের ইন্টারফেস দেখতে অনেকটা ইউটরেন্টের মতই। এটি বিজ্ঞাপন মুক্ত ব্যবহারের অভিজ্ঞতা দেবে। টরেন্ট ডাউনলোডের পাশাপাশি সফটওয়্যারটিতে সরাসরি ম্যাগনেট লিংক যোগ করা, নতুন তৈরি করাসহ নতুন অনেক সুবিধা পাওয়া যাবে।

তবে একসাথে অনেক ফাইল ডাউনলোড দিলে সেটি স্লো হয়ে যেতে পারে কিংবা ল্যাগের মত বাজে অভিজ্ঞতায় পড়তে হতে পারে।

সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।

ট্রিবলার

এই সফটওয়্যারে ডাউনলোডের পাশাপাশি সরাসরি টরেন্ট ফাইলের সার্চও করা যাবে। এছাড়া এটিতে অধিক নিরাপত্তার কিছু ফিচারও যুক্ত করা হয়েছে।

সফটওয়্যারটি এখানে ক্লিক করে নামিয়ে নেওয়া যাবে।

ট্রান্সমিশন এই ওপেন সোর্স সফটওয়্যারটিতে কোনো বিজ্ঞাপন দেখা যাবে না। তবে ইউটরেন্টের চেয়ে এই সফটওয়্যার পারফরমেন্স চাইতে কিছুটা ধীরগতির।

সফটওয়্যারটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড