• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ার সঙ্গে লেনদেন স্থগিত করেছে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান

  প্রযুক্তি ডেস্ক

২০ মে ২০১৯, ১৪:৫৭
চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞার ফলে শুধু সেই প্রতিষ্ঠানটি নয়,বরং চিপ সরবরাহকারী প্রধান তিন কোম্পানিও এতে ক্ষতিগ্রস্ত হবে।হুয়াওয়ার সঙ্গে প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠান কোয়ালকম,ইন্টেল ব্রডকমকেও চুক্তি বাতিল করতে হবে।

প্রসেসর সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদেরকে হুয়াওয়ার সঙ্গে সব লেনদেন স্থগিত রাখার ব্যাপারটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিয়মের পরিবর্তন হবে না। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রথিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্টেল ল্যাপটপ তৈরির জন্য হুয়াওয়েকে সার্ভার চিপ ও প্রসেসর সরবরাহ করে। নেটওয়ার্কিংয়ের যন্ত্রাংশ তৈরির জন্য তারা ব্রডকমের কাছ থেকে বিভিন্ন উপাদান নেয়। আর কোয়ালকমের কাছ থেকে প্রতিষ্ঠানটি মডেম ও অন্যান্য প্রসেসর নিয়ে থাকে। যদিও হুয়াওয়ে নিজেস্ব মোবাইল প্রসেসর ও মডেম তৈরির কারণে কোয়ালকমের উপর খুব বেশি নির্ভরশীল নয়।

এরকম নিষেধাজ্ঞার বিষয়টি তারা আগে থেকেই আঁচ করতে পেরেছিল। বছর খানেক আগে থেকেই নিজস্ব তারা চিপ ডিজাইন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে চিপ ও প্রয়োজনীয় উপাদান মজুদ করা শুরু করে। আপাতত তাদের কাছে যে পরিমাণ চিপ ও অন্যান্য উপাদান আছে, সেটি দিয়ে তাদের আগামী তিন মাস কাজ চলে যাবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাটি স্থায়ী নাকি অস্থায়ী এই সময়ের মধ্যেই সেটি স্পষ্ট হয়ে যাবে।

অন্যদিকে মাইক্রোসফট হুয়াওয়ের ল্যাপটপের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম সরবরাহ করা অব্যাহত রাখবে কি না তা জানায়নি। ধারণা করা হচ্ছে,মাইক্রোসফটও যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা এড়িয়ে চলতে পারবে না।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড