• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রবির রিটেইল পয়েন্টগুলোতে বিডিটিকেটসের বাসের টিকেট বিক্রি শুরু

  অধিকার ডেস্ক    ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৬

রবি

এখন থেকে রবির ডিজিটাল টিকেটিং প্লাটফর্ম বিডিটিকেটসের পাশাপাশি অপারেটরটির রিটেইল পয়েন্টগুলো থেকেও দূরপাল্লার বাসের টিকেট পাওয়া যাবে। যারা ডিজিটাল মাধ্যমে টিকেট কাটতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, রবি তাদের জন্য এ অনন্য সুযোগ এনেছে।

দেশজুড়ে ৩২ হাজারের বেশি রিটেইল পয়েন্টে বিডিটিকেটসের পক্ষ থেকে যাত্রীদের হাতে বাসের টিকেট পৌঁছে দিচ্ছে। সে আক্ষরিক অর্থেই বিডিটিকেটস সব মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

যেহেতু নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট কাটতে ট্রাফিক জ্যামে অনেক সময় এবং বাড়তি টাকা ব্যয় হয়, তাই এখন টিকেট কাটতে দূরে কোথাও যাওয়ার ঝামেলা এড়িয়ে গ্রাহকরা অপারেটরটির নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে বাসের টিকেট কিনতে পারবেন। গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট নামের এই রিটেইল পয়েন্টগুলো সহজেই চিনতে পারবেন।

যে কোনো একটি বৈধ ও সক্রিয় মোবাইল নম্বরের মাধ্যমে রবির রিটেইল পয়েন্ট থেকে টিকেট কিনতে পারবেন। যাত্রীরা এখান থেকে সরাসরি টাকা দিয়ে তাদের কাঙ্ক্ষিত টিকেট কিনতে পারবেন। একইসাথে এখান থেকে ইউটিলিটি বিল পরিশোধ, রিচার্জ করা ও ট্রেনের টিকেটও কাটা যাবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড