• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অটোপ্লে ভিডিও এবং অডিও ব্লকের সুবিধা যুক্ত করল ফায়ারফক্স

  অধিকার ডেস্ক    ২০ মার্চ ২০১৯, ২১:১৮

মজিলা ফায়ারফক্স

ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সর্বশেষ ৬৬ সংস্করণে অটোপ্লে ভিডিও এবং অডিও ব্লকের সুবিধা যুক্ত করা হয়েছে।

ফলে এখন থেকে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করার সময় আর হুট করেই ভিডিও চালু হবে না।

জানা গেছে, ফায়ারফক্স প্রতিটি ওয়েবসাইটের ভিডিওই বাই ডিফল্ট হিসেবে ব্লক করবে। তবে কেউ যদি চায়, তাহলে সে ভিডিও প্ল্যাটফর্মগুলোর জন্য অটোপ্লে চালু রাখতে পারবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, শুধু প্লে বাটনে ক্লিক করলে ভিডিও চালু হবে।তবে সাইটগুলো সাউন্ড অফ (বাই ডিফল্ট) করে অটোপ্লে ভিডিও চালাতে পারবে। আর যারা আগে থেকেই ফায়ার ফক্স ব্যবহার করেন, স্বয়ংক্রিয়ভাবেই তাদের ব্রাউজারটি আপগ্রেড হয়ে যাবে।

এছাড়া দেখা যায়, অনেক সময় বিজ্ঞাপন লোড হওয়ার সময় পেজ স্ক্রল করা যায় না।ফায়ার ফক্স তাই এ সমস্যা থেকে মুক্তি দিতে ওভারফ্লো মেনুও যোগ করেছে। এটি ব্যবহার করে খোলা থাকা যেকোনো ট্যাব থেকেই সার্চ করা যাবে।

বর্তমানে বিশ্বে ৩০ কোটি ফায়ারফক্সের সক্রিয় ব্যবহারকারী আছেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড