• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেমিং বেইজের নতুন দুই ফোন আনছে স্যামসাং

  প্রযুক্তি ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ১২:২৯
স্যামসাং
(ছবি: সংগৃহীত)

ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এ এবং এম সিরিজের দুটি ফোনের নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে।

‘গ্যালাক্সি এ৫০ এস’ এবং ‘এ৩০ এস’ নামের এই দুই ফোনে তারা নতুন ফিচার আর উন্নত ক্যামেরা আনবে বলে জানিয়েছে।

যেখানে এ৫০ এস মডেলটিতে ৪৮ মেগা পিক্সেল ক্যামেরা এবং এ৩০ এস মডেলের ফোনে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

শুধু তাই নয়, ফোন দুটিতে যোগ হচ্ছে কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে অন্যতম হলো ৪০০০ মিলি অ্যাম্পিয়ার শক্তিসম্পন্ন ব্যাটারি আর সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং ব্যবস্থা।

উভয় ফোনেই থাকছে গেমিং বেইজ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এ৫০ এসের ডিসপ্লে রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং এ৩০ এসের পর্দার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল।

জানা গেছে, এ৫০ এস ডিভাইসটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এর একটি চার জিবি র‍্যাম ৬৪ জিবি রম এবং ছয় জিবি র‍্যাম ও ১২৮ জিরি রম। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এ৩০ এস তিন জিবি র‍্যাম ও ৩২ জিবি এবং চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি কিংবা ১২৮ জিবি রমের সংস্করণে পাওয়া যাবে। এটিতেও ৫১২ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।

পাশাপাশি ফোন দুটিতে থাকছে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, ইউএসবি টাইপ সি ব্যবহারের সুবিধা। তবে ডিভাইস দুটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে, সেটি এখন পর্যন্ত সেটি জানা যায়নি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড