• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের আয় কমবে ৩০ বিলিয়ন ডলার

  প্রযুক্তি ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৭:৫৪
হুয়াওয়ে
হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের অবরোধের জন্য ২০১৯ ও ২০২০ সালে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের বিক্রি ১শ বিলিয়ন ডলারে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে সোমবার (১৭ জুন) হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন জেংফেই ‘কফি উইথ রেন’ শিরোনামে এক প্যানেল আলোচনায় এ আশঙ্কা প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, আগামী দুই বছরে হুয়াওয়ের আয় কমবে ৩০ বিলিয়ন ডলার (৩ হাজার কোটি ডলার)। ২০১৮ সালে হুয়াওয়ের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছিল ৭২১.২ বিলিয়ন ইউয়ানে (১০৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০১৭ সালের চেয়ে সাড়ে ১৯ শতাংশ বেশি।

তবে ২০২১ সালে আবার ব্যবসা চাঙা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রেনকে আলোচনার এক পর্যায়ে জিজ্ঞেস করা হয় বিদেশে হুয়াওয়ে ফোনের বিক্রি ৪০ শতাংশ পর্যন্ত কমেছে কি না। উত্তরে তিনি বলেন, হ্যাঁ, বিক্রি ৪০ শতাংশ কমে গেছে। জুন ও মে মাসের হিসাব অনুযায়ী এই পরিমাণ বিক্রি কমেছে।

এ সময় প্যানেল আলোচনায় দুই মার্কিন প্রযুক্তিবিদ জর্জ গিল্ডার এবং নিকোলাস নেগ্রোপোন্তে উপস্থিত ছিলেন।

তবে হুয়াওয়ের গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে প্রত্যাশিত আর্থিক ধাক্কার পরও ব্যয় কমাবে না বলে রেন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মে মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ‘এনটিটি লিস্ট’ নামক ওই কালো তালিকা ঘোষণা করা হয়।

ফলে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হুয়াওয়েকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড