• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার অ্যাপল আইডি দিয়েই থার্ড পার্টির অ্যাপে লগ ইন

  প্রযুক্তি ডেস্ক

০৪ জুন ২০১৯, ১৮:৩২
অ্যাপল
ছবি : সংগৃহীত

ফেসবুক বা গুগল অ্যাকাউন্টসহ নানা অ্যাপে অনেক সময় থার্ড পার্টি দিয়ে লগ ইন করা যায়। তবে এতোদিন পর্যন্ত অ্যাপলে এই সুবিধা ছিল না। এবার অ্যাপল আইডি ব্যবহার করেই থার্ড পার্টি অ্যাপে লগ ইন করার সুবিধা আনতে যাচ্ছে।

মার্কিন প্রতিষ্ঠানটি ‘সাইন ইন উইথ অ্যাপেল’ নামের নতুন এক টুল উন্মোচন করেছে। যার সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবহারকারী সম্পর্কে এতে খুব কম তথ্য থাকবে।যেমন- এই টুলের সাহায্যে নিজের ইমেল অ্যাড্রেস হাইড করে রাখা যাবে। আর অ্যাড্রেস হাইড করার অপশনটি বেছে নিলে ব্যবহারকারীর আসল ইমেইল অ্যাড্রেসে অ্যাপল অন্য একটি ইমেইল আইডি পাঠাবে। যা দিয়ে লগ ইন করলে আসল ইমেইল আইডিটি গোপন থাকবে।

তবে এই থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না। কেননা ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টি অ্যাপে সাইন ইন করলে ব্যবহারকারীদের তথ্য নিয়ে তা বিজ্ঞাপন দেখানো কাজে ব্যবহার করা হয়।

টুলটি আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভি সব প্ল্যাটফর্মেই কাজ করবে।

থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদেরকে ‘সাইন ইন উইথ অ্যাপল’ অপশনটি যুক্ত করে অ্যাপল আইডি দিয়ে সাইন ইনের সুবিধা রাখা যাবে।

আগামী বছরের প্রথম ভাগ থেকে এই টুলটি ব্যবহার করা যাবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড