• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইক্রোসফটের ত্রুটিতে সাইবার হামলার শিকার লাখো কম্পিউটার

  প্রযুক্তি ডেস্ক

০১ জুন ২০১৯, ১৬:৪০
মাইক্রোসফট
ছবি : সংগৃহীত

আবারও বিশ্বের লাখ লাখ কম্পিউটার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।

মাইক্রোসফটের ত্রুটির জন্য হামলাকারীরা ‘ব্লুকিপ’ নামের একটি ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে কম্পিউটারগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, ২০১৭ সালে বিশ্বব্যাপী অন্যতম বড় সাইবার হামলার ওয়ানাক্রাইয়ের মতো এবারও এই হামলা ম্যালওয়্যারের মাধ্যমে করা হয়েছে।পূর্বে ওয়ানাক্রাইয়ের হামলায় কয়েকশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।

সস্প্রতি মাইক্রোসফট দেখতে পায়, দূরবর্তী কম্পিউটারে আঘাত করতে সক্ষম এমন একটি ‘ক্ষতিকারক’ ভাইরাস ছড়ানো হয়েছে।

গ্রাহকদের ব্লুকিপ ম্যালওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে মাইক্রোসফট শুক্রবার সিস্টেম আপডেট দেওয়ার পরামর্শ দিয়েছে।

তবে এই সফটওয়ার প্রতিষ্ঠানটির দাবি, তারা মাত্র দু’সপ্তাহ আগেই এই ম্যালওয়্যারটি সনাক্ত করতে পেরেছে। যা ছড়ানোর একেবারে শুরুর দিকটাতেই। এর ফলে খুব বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হবে না বলেও তারা নিশ্চিত করেছে।

মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের পরিচালক সিমন পোপ জানান, ইতোমধ্যেই তারা সমস্যাটির সমাধান করে ফেলেছেন। তবে এখনো যারা তাদের সিস্টেমটি আপডেট দেননি, তাদের আপডেট দেবার পরামর্শ দিয়েছেন।

ধারণ আকরা হচ্ছে, এই ত্রুটির কারণে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ এবং অন্যান্য কিছু উইন্ডোজ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ এই ত্রুটির আওতায় আসবে না বলে মাইক্রোসফট জানিয়েছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড