• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুট করেই বন্ধ হয়ে যাচ্ছে গুগল পিক্সেল ৩এ

  প্রযুক্তি ডেস্ক

২১ মে ২০১৯, ১৮:১৩
গুগল
ছবি : সংগৃহীত

গুগল পিক্সেল ৩এ ও পিক্সেল ৩এ এক্সএল ফোন উন্মোচনের সপ্তাহ দুই পার না হতেই ব্যবহারকারীরা এটি ব্যবহারে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

গুগল সাপোর্ট পেইজ ও সোশ্যাল ফোরাম রেডিটে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোনগুলোতে পর্যাপ্ত চার্জ থাকলেও হঠাৎ হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে। ফোন রিসেট করার পরও এ সমস্যা থেকে মুক্তি মিলছে না।

পিক্সেলের নতুন দুই ফোন ৩এ ও পিক্সেল ৩এ এক্সএল দুটি ফোনে একই সমস্যা দেখা দিয়েছে।

এক পিক্সেল ব্যবহারকারী রেডিটে লিখেছেন,তার ফোনটি দিনে তিন বার বন্ধ হয়ে গেছে। পরে ফোন চালু করতে প্রায় ৩০ সেকেন্ড ধরে পাওয়ার বাটন চেপে রাখতে হয়েছে।

তবে এবারই প্রথম নয়। পিক্সেল ফোনে আগেও কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রথম পিক্সেল ফোনের মাইক্রোফোন নিয়ে সমস্যা ছিল। গুগলের নামে সেবার ফোনের ত্রুটির কারণে মামলাও হয়। আর গত বছর বাজারে আসা পিক্সেল ৩ ফোনের ব্যবহারকারীরা ফোনে ছবি সেইভ না হওয়া নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড