• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যবিত্তদের টার্গেট করে স্মার্টফোন আনছে নকিয়া

  প্রযুক্তি ডেস্ক

০৭ মে ২০১৯, ১৯:১৮
নকিয়া

ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এবার মধ্যবিত্ত গ্রাহকদের লক্ষ্য করে স্মার্টফোন আনছে।

ভারতের বাজারে নকিয়া ৪.২ উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার (৭ মে) এ ঘোষণা দিয়েছে।

২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথম নকিয়া ৪.২ সামনে এসেছিল। মালোয়েশিয়ায়ও ইতোমধ্যেই ফোনটি উন্মোচন হয়েছে।

স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ডুয়াল ক্যামেরা আর ছোট ওয়াটার ড্রপ নচই মূলত ফোনটির প্রধান আকর্ষণ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে ভারতে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমের সংস্করণের ফোনটির দাম হবে ১০ হাজার ৯৯০ রুপি। তবে দেশটিতে তার দুই জিবি র‍্যাম ভেরিয়েন্ট আনেনি।

নকিয়া ৪.২ ফোনটিতে ডুয়াল সিমের পাশাপাশি থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। আর থাকছে একটি ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।

সেলফির জন্য সামনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ও দুই মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।

আর কানেক্টিভিটির জন্য ফোরজি এলটিই, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন থাকছে। আর থাকছে শক্তিশালী ৩০০০ এমএএইচ ব্যাটারি।

তবে কবে নাগাদ ফোনটি দেশে আসতে পারে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড