• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বাজারে উন্মুক্ত হলো স্যামসাং’র ‘অ্যাকশন ফোন’

  অধিকার ডেস্ক    ২৩ মার্চ ২০১৯, ২১:৪৫

স্যামসাং

দেশের বাজারে ‘রেডি, অ্যাকশন’ নামে অ্যাকশন ফোন গ্যালাক্সি এ৫০ ও এ৩০ নিয়ে এসেছে স্যামসাং।

জানা গেছে, গ্যালাক্সি এ৫০ ফোনে সুপার অ্যামোলেড ৬ দশমিক ৪ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে, ২৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা,৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের লাইভ ফোকাস লেন্স রয়েছে। আর সামনে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর ব্যাকআপ হিসেবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এই ডিভাইস দিয়ে ২৪০ ফ্রেম পার সেকেন্ড (এফপিএস) স্লোমোশনে ভিডিও তৈরি করা যাবে। দেশের বাজারে এর দাম ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে, গ্যালাক্সি এ৩০ ফোনে ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে আছে।আা রিয়ার ক্যামেরায় ১৬ ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স আছে। আর সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাকআপ হিসেবে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

তবে গ্যালাক্সি এ৩০ কিনতে ক্রেতাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড