• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন, স্মার্টফোন গরম হলে কী করবেন

  অধিকার ডেস্ক    ১৬ মার্চ ২০১৯, ২০:৫৪

স্মার্টফোন
প্রায়ই স্মার্টফোন গরম হয়ে যায় (ছবি: সংগৃহীত)

অনেক সময় দেখা যায়, কিছুক্ষণ স্মার্টফোনে কথা বলার পর সেটি গরম হয়ে উঠেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ গান শোনা, গেম খেলা বা মোবাইলে ইন্টারনেট চালালেও সেটি গরম হয়ে যায়। আবার ফোনে চার্জ দিতে গিয়ে বা চার্জ থেকে ফোন খুলতে গিয়ে দেখা যায়, সেটি গরম হয়ে আছে। অনেকের মনে এসময় আতঙ্ক কাজ করে স্মার্টফোন বিস্ফোরণ হবে না তো! তাই চলুন জেনে নেই স্মার্টফোনের ব্যাটারি গরম হলে কী করবেন-

১.কখনই সারারাত স্মার্টফোন চার্জে দিয়ে রাখা যাবে না।কারণ সারারাত মোবাইল চার্জে দিয়ে রাখলে এটি অত্যাধিক গরম হয়ে যাওয়ার পাশাপাশি এর ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়। ২.ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই ফোনের কভার খুলে রাখতে হবে।কারণ চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বের হতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে। ৩. সবসময় নিজের ফোনের চার্জার দিতে ফোন চার্জ দেওয়া উচিত। অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে। ৪. মোবাইল ফোন কখনই দীর্ঘ সময় ধরে সরাসরি সূর্যালোকে রাখা যাবে না। কারণ সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে। ৫. সর্বোপরি যেসব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আন ইনস্টল করে দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড