• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্চে আসছে হুয়াওয়ের পি৩০ সিরিজ

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪

পি৩০
হুয়াওয়ের পি৩০ সিরিজ আসছে

আগামী মার্চেই ঘোষণা আসছে হুয়াওয়ের পি৩০ সিরিজ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে (ডাব্লুএমসি) ফোনটির দেখা পাওয়ার কথা ছিল।

সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি আগামী মাসে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পি৩০ ও পি৩০ প্রো নামের দুটি ফোন উন্মোচন করবে। পাশপাশি পোল্যান্ডে আরও ১০০ কর্মী নিয়োগের ঘোষণা দেবে।

তাদের তথ্য মতে, পি৩০ প্রোতে ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৪টি রিয়ার ক্যামেরা থাকবে। ফোনটির পেছনের বডি প্লাস্টিকের হবে এবং ডিসপ্লেতে থাকা নচটি দেখতে হবে অর্ধ বৃত্তাকার।

এই ফোনে ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে থাকবে এবং পেছনে ৩টি ক্যামেরা থাকবে। পি৩০ দুটি ফোনেই কিরিন ৯৮০ প্রসেসর হিসেবে থাকবে এবং র‍্যাম হবে ১২ জিবি। নিরাপত্তার জন্য দুটি ফোনেই থাকবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর অভ্যন্তরীণ স্টোরেজে থাকবে ৫১২ জিবি।

স্পেনের বার্সেলোনায় চলতি মাসে অনুষ্ঠিতব্য ডাব্লুএমসিতে পি৩০ সিরিজের ঘোষণা না আসলেও নতুন ফোল্ডেবল ফোনের দেখা মিলবে এই সম্মেলনে।

এই ফোল্ডেবল ফোনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার থাকবে। এআই ক্যামেরা ও ইমেজে বাড়তি ফিচার যোগ করবে বলে জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড