• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনটুটু বেঞ্চমার্কে হুয়াওয়ের পাঁচ ফোন

  অধিকার ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭

আনটুটু
আনটুটু বেঞ্চমার্ক

প্রতি মাসে আনটুটু বেঞ্চমার্ক পারফরমেন্সের ভিত্তিতে শীর্ষ ১০ অ্যান্ড্রয়েড ফোনের তালিকা প্রকাশ করে। চলতি মাসেও তারা এ তালিকা প্রকাশ করেছে যেখানে শীর্ষ ১০ এ হুয়াওয়ের পাঁচটি ফোন জায়গা করে নিয়েছে।

জানুয়ারিতে আনটুটুর বিচারে পারফরমেন্সের দিক দিয়ে জেডটিইর সাবব্যান্ড নুবিয়ার ফোন রেড ম্যাজিক মার্স শীর্ষে রয়েছে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর রয়েছে। ফোনটি বেঞ্চমার্কের ৩২০৯৯৬ স্কোর পেয়েছে। ফোনটি ডিসেম্বরের তালিকাতেও শীর্ষে ছিল।

তালিকায় জায়গা নিয়েছে হুয়াওয়ের পাঁচ ফোন। হুয়াওয়ের ফোনগুলো হলো মেট২০, অনার ভি২০, মেট ২০ এক্স, মেট ২০ প্রো ও অনার ম্যাজিক ২। এই পাঁচ ফোনেই কিরিন ৯৮০ প্রসেসর রয়েছে।

অন্যদিকে তালিকার ছয় নম্বরে আছে শাওমির গেইমিং ফোন শাওমি ব্ল্যাক শার্ক হ্যালো। আট নম্বর অবস্থানে রয়েছে ওয়ানপ্লাস সিক্স-টি। ভিভো নেক্স নয় ও আসুসের আরওজি দশ নম্বরে আছে। এ দুটি ফোনেই স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

চলতি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অনেক প্রতিষ্ঠান তাদের ফোন আনবে। ধারণা করা হচ্ছে, এ মাসে না হলেও মার্চে তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড