• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাকাশের প্রথম হোটেল, ঘুরবে নাগরদোলার মতো! (ভিডিও)

  প্রযুক্তি ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২৩:১৩
হোটেল
মহাকাশের প্রথম হোটেল (ছবি : সংগৃহীত)

সারা বিশ্বে ভ্রমণপিপাসু মানুষের অভাব নেই। যাদের ঘুরতে যাওয়া হলো নেশা। আগামী কয়েক বছরের মধ্যে তাদের জন্য ভ্রমণের এক নতুন দিগন্ত খুলে যেতে পারে। পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে তারা এবার মহাকাশেও ঘুরতে যেতে পারবেন। শুধু তাই নয়, সেখানে গিয়ে কয়েকদিন ব্যাপক আনন্দ ফুর্তি করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা এমনই উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২০২৭ সালের মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার ওই সংস্থাটি। সম্প্রতি মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে সেই ভিডিও প্রকাশ করেছে তারা।

ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে সেই হোটেলের ২৪টি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভেতর ঘুরে বেড়াতে পারবেন সবাই।

হোটেলের ২৪টি মডিউলের মধ্যে বিভিন্ন রকমের সজ্জাবেষ্টিত থাকবে। সেখানে ১০০ জন অতিথি থাকতে পারবেন। ওই মডিউলগুলোতে থাকবে রেস্তোরাঁ, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকমের বিনোদনের ব্যবস্থা।

দ্য গেটওয়ে ফাউন্ডেশনের সিনিয়র ডিজাইনার টিম আলাতোরে বলেছেন, ‘সাধারণ মানুষ মহাকাশে যাচ্ছেন, এই ঘটনা আর ঐতিহাসিক হবে না। কয়েক বছরের মধ্যেই মহাকাশকে ছুটি কাটানোর জায়গায় পরিণত করার পরিকল্পনা করছি আমারা।’

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড