• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল ছাড়াই ফোন আনল হুয়াওয়ে 

  প্রযুক্তি ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬
স্মার্টফোন
হুয়াওয়ে স্মার্টফোন। (ছবি : ইন্টারনেট)

সার্চ ইঞ্জিন গুগলকে ছাড়াই ফোন এনে দেখাল হুয়াওয়ে। এর আগে আশঙ্কা করা হচ্ছিল গুগলকে বাদ দিয়ে হুয়াওয়ে কি পারবে পথ চলতে, এবার সেই সংশয় দূর হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জার্মানির মিউনিখে মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ স্মার্টফোন দুটি গুগলের সেবার পরিবর্তে হুয়াওয়ের নিজস্ব মোবাইল সেবাগুলো যুক্ত হয়েছে।

আগামী অক্টোবর নাগাদ এ ফোন দুটি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ছাড়ার কথা রয়েছে হুয়াওয়ের। হুয়াওয়ে মেট ৩০ মডেলের চেয়ে মেট ৩০ প্রো স্মার্টফোনটি একটু শক্তিশালী। মেট ৩০ প্রোর একটি ফাইভ-জি নেটওয়ার্ক-সমর্থিত সংস্করণেরও ঘোষণা এসেছে প্রতিষ্ঠানটির পক্ষে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের সময় গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ পায়নি হুয়াওয়ে। তখন থেকেই তারা নিজস্ব বিকল্পের কথা চিন্তা করছিল। যদিও হুয়াওয়ে সবসময় বলে এসেছে তাদের প্রথম পছন্দ গুগল।

এবার সেই বিকল্প পথে চলছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। তাদের নতুন এ দুটি স্মার্টফোন গুগল ছাড়াই চলবে। স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড ১০ ওএসের ভিত্তিতে তৈরি ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে বলে জানা যায়।

চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওপেন সোর্স প্ল্যাটফর্মের ওপর ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে তাদের নিজস্ব সেবা তৈরি করেছে। ফলে মার্কিন প্রতিষ্ঠান গুগলের প্লে স্টোরের বদলে হুয়াওয়ে অ্যাপ গ্যালারির সুবিধা পাওয়া যাবে।

হুয়াওয়ে মেট ৩০ প্রো মডেলের ফোনটিতে ৬ দশমিক ৫৩ ইঞ্চি মাপের ওএলইডি ডুয়াল কার্ভড বা হরিজন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে কিরিন ৯৯০ চিপসেট, ৮জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা। স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এতে দুটি ৪০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনের সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা। এ ফোনটির ক্যামেরায় স্লো মোশন ও ফোরকে মানের ভিডিও ধারণ করার প্রযুক্তি ব্যবহার করেছে হুয়াওয়ে। ফোনের ব্যাটারি ৪৫০০ এমএএইচ। দাম শুরু ১ হাজার ৯৯ ইউরো থেকে।

এছাড়া মেট ৩০ মডেলটি প্রায় মেট ৩০ প্রো মডেলের মতোই। কিন্তু এর ডিসপ্লে একটু বড়। যার মাপ হচ্ছে ৬ দশমিক ৬৩ ইঞ্চি, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। এ ফোনটির ব্যাটারি ৪২০০ মিলি অ্যাম্পিয়ার। মেট ৩০ মডেলটির দাম শুরু ৭৯৯ ইউরো থেকে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড