• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন দুই ফোন উন্মুক্ত করল অপো

  প্রযুক্তি ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩০
অপো

৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও গ্র্যাডিয়েন্ট কালারের দুইটি স্মার্টফোন ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে উন্মুক্ত করেছে অপো।

‘অপো এ৯ ২০২০’ ও ‘অপো এ৫ ২০২০’ দুটির উন্মোচন অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ, অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, অপো বাংলাদেশের জনসংযোগ ব্যবস্থাপক ইফতেখার সানি, ব্র্যান্ড ম্যানেজার আয়োনো ও গণমাধ্যম ব্যবস্থাপক তেহসিন মুসাভি উপস্থিত ছিলেন।

অপো জানিয়েছে, খেলাপ্রিয় ও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে ‘অপো এ৯ ২০২০’ স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। ৮ জিবি র‍্যামের স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর এবং ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রাতের আলোতেও বেশ ঝকঝকে ছবি তুলতে সক্ষম এ স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে, ‘অপো এ৫ ২০২০’ স্মার্টফোনটিতেও প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৬৬৫ ব্যবহার করা হয়েছে। তবে র‍্যাম ও ক্যামেরাতে রয়েছে বৈচিত্র্য। ৪ জিবি র‍্যামের এই ফোনটিতে মেমরি হিসেবে থাকছে ১২৮ জিবি এবং ছবি তোলার জন্য ১২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে এই ফোনটি।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড