• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৩ বছর পর ক্ষুদ্রতম চাঁদের দেখা মিলবে আজ

  প্রযুক্তি ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২
চাঁদ
ছবি : প্রতীকী

বছরের সবচেয়ে ক্ষুদ্র চাঁদ দেখা যাবে আজ (১৩ সেপ্টেম্বর) রাতের আকাশে। দীর্ঘ ১৩ বছর পর ক্ষুদ্রতম এ চাঁদের দেখা মিলবে। অর্থাৎ, অন্যান্য স্বাভাবিক দিনের চাইতে ১৪ থেকে ৩০ শতাংশ ছোট দেখাবে আজকে চাঁদ।

২০০৬ সালের জানুয়ারিতে সর্বশেষ ক্ষুদ্রতম চাঁদ দেখা গিয়েছিল। বিজ্ঞানীদের মতে স্বাভাবিক আকৃতির চাইতে যখন চাঁদকে ১৪ থেকে ৩০ শতাংশ ছোট দেখায় তখন তাকে ক্ষুদ্রতম চাঁদ বলা হয়। তবে চাঁদ যখন দুই লাখ ৫১ হাজার ৬৫৫ মাইল দূরত্বে অবস্থান করে তখনই কেবল তাকে ছোট চাঁদ হিসেবে বিবেচনা করা হয়।

প্রতি ১৩ বছর পর পর চাঁদ তার নিজস্ব কক্ষপথ ভ্রমণ করে পৃথিবী থেকে এই দূরত্বে অবস্থান নেয়। হিসাব অনুযায়ী আজ তাই দেখা যাবে এই ক্ষুদ্রতম চাঁদ। এবারের পূর্ণিমা শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে শেষ হবে তা।

শুক্রবার সন্ধ্যা থেকে আকাশে দেখা মিলবে এই চাঁদের। আকাশ পরিষ্কার থাকলে ক্ষুদ্রতম এই চাঁদটি দেখা যাবে পূর্ণভাবে (ফুল মুন)।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড