• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুধু চীনেই আসুসের নতুন গেমিং ফোনের প্রি-অর্ডার ২০ লাখ!

  প্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০১৯, ১৫:৩৯
আরওজি ফোন ২
(ছবি: সংগৃহীত)

গেমারদের পছন্দের অন্যতম ফোন হচ্ছে আসুসের আরওজি সিরিজ। কেননা তাদের কিছু গেমিং ফোন গ্রাহকদের মন জয় করে নিয়েছে। ঠিক তেমনি আরেক গেমিং ফোন ‘আরওজি ফোন ২’ বাজারে আসার অপেক্ষায় রয়েছে।

তবে বাজারে আসার আগেই এরই মধ্যে চীনে ফোনটির প্রি-অর্ডার সংখ্যা ২ মিলিয়ন (২০ লাখ) ছাড়িয়ে ছাড়িয়েছে।

চীন ছাড়া এখনও বিশ্বের অন্যান্য দেশে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়নি। ধারণা করা হচ্ছে, পুরোদমে বাজারে আসলে ফোনটি বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করবে।

মূলত দাম ও প্রসেসরের কারণেই ফোনটির চাহিদা বেশি। টেনসেন্ট গেমস এডিশন ফোনটির দাম ৫১০ ডলার; যা কনফিগারেশন অনুযায়ী অন্যান্য গেমিং ফোনের তুলনায় বেশ কম।

ফোনটিতে প্রসেসর হিসেবে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস থাকায় এর গতিও অনেক বৃদ্ধি পাবে। ফলে গেমাররা খেলার সময় বাড়তি সুবিধা পাবেন।

জানা গেছে, আসুসের এই গেমিং ফোনে আছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। আর রিয়ার ক্যামেরায় আছে ৪৮ ও ১৩ মেগাপিক্সেলের লেন্স এবং সামনে আছে ২৪ মেগাপিক্সেলের লেন্স। ডিভাইসটির ব্যাটারির শক্তি ৬০০০ এমএএইচ। আর সঙ্গে আছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে র‍্যাম ১২ জিবি।ফোনটি ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।

সেপ্টেম্বর থেকে ফোনটি বাজারে বিক্রি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড