• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হজের সময় মক্কায় যাত্রা সুবিধা দেবে উবার

  প্রযুক্তি ডেস্ক

০৪ জুলাই ২০১৯, ০৯:২৪
উবার
হজ যাত্রায় মিলবে উবারের সুবিধা

ইতোমধ্যে শুরু হয়ে গেছে হজের প্রস্তুতি। মুসলিম ধর্মাবলম্বী সকল ব্যক্তির কাছেই এই সময়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশ থেকে হজে যাওয়ার জন্য প্রস্তুত বেশ কয়েকটি ফ্লাইট। এবার যারা হজে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই প্রথমবার অংশ নিচ্ছেন। তাই তাদের ভাবনাটাও একটু বেশি। কোথায় যাবেন, কীভাবে থাকবেন, কী খাবেন এইসব নিয়ে ভাবনার যেন অন্ত নেই। তবে এইসব চিন্তার মাঝে কিছুটা স্বস্তি দেবে উবার। কারণ সৌদিতে গিয়ে আপনাকে ভাবতে হবে না কোথাও যাওয়া নিয়ে।

উবারের সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে এই অ্যাপ যদি একবার দেশে আপনি ইন্সটল করে থাকেন তবে সেখানে গিয়ে নতুন করে আর ইন্সটল করার প্রয়োজন নেই। কারণ পুরো বিশ্বের জন্য এটি একটিই অ্যাপ।

উবারে যাত্রাটা হজ গমনকারী নারীদের জন্য আরও বেশি আরামদায়ক আর নিশ্চিন্তের হতে পারে কেননা সেখানে বর্তমানে অনেক উবার চালকই নারী।

বিমানবন্দরে যাওয়ার সময় উবার ব্যবহার করতে চাইলে তার রয়েছে আরও অনেক সুবিধা। আপনার গাড়ি পার্কিং এর জন্য যেমন ঝক্কি পোহাতে হচ্ছে না, তেমনি চিন্তা থাকছে না গাড়ি ফেরত নিয়ে আসারও।

বর্তমানে বিশ্বের প্রায় ৭০০টিরও বেশি শহরে সেবা দিচ্ছে উবার। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর মাঝে উবার বাংলাদেশে এই মুহূর্তে বেশ ভালো একটা অবস্থানে আছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে এখন তারা নিয়মিত তাদের সেবা প্রদান করছে।

কীভাবে কাজ করে উবার:

১। অ্যাপল এবং এন্ড্রয়েডের জন্য উবার ইন্সটল করুন। নিজস্ব একাউন্ট করুন।

এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উবার অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে

অ্যাপল ব্যবহারকারীদের জন্য উবার অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে

২। অ্যাপ থেকে পছন্দমত গাড়ি বাছাই করুন। পিক আপ লোকেশন, কীভাবে পেমেন্ট করবেন সেটি লিখুন। এবার রাইডের জন্য অনুরোধ পাঠান। চালকের সম্পূর্ণ তথ্য যেমন, নাম, ছবি এবং বাহন সংক্রান্ত তথ্য জেনে নিন।

৩। চালক আপনাকে পিক করে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। গন্তব্যে নেমে চালককে নির্দিষ্ট পেমেন্ট দিয়ে দিন।

সেবা নেওয়া শেষে আপনার একাউন্ট থেকে অ্যাপকে রেটিং দিতে ভুলবেন না যেন!

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড