• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাসেজিং অ্যাপের পর এবার স্মার্টফোন আনছে টিকটক

  প্রযুক্তি ডেস্ক

২৯ মে ২০১৯, ১৭:৫৭
বাইটড্যান্স
ছবি : সংগৃহীত

ভিডিও চ্যাট এবং ম্যাসেজিং অ্যাপের পর এবার স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যাপক জনপ্রিয়তার পর তারা স্মার্টফোন নির্মাণের কাজ শুরু করেছে।

ফাইন্যান্সিয়াল টাইমের এক সূত্র জানিয়েছে, অনেক বছর ধরেই বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং স্মার্টফোন তৈরির স্বপ্ন দেখছেন।

চলতি বছরের শুরুতে বাইটড্যান্স স্মার্টফোন নির্মাতা স্মার্টটিসানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, তারা কিছু পেটেন্ট পোর্টফোলির স্বত্ত্ব পেয়েছে। একইসাথে তারা স্মার্টিসানের কিছু কর্মীকেও তারা নিয়োগ দিয়েছে।

তবে এই ফোনটি কবে বাজারে আসবে বা এর ডিজাইন কেমন হবে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শুধু চীনের ক্রেতাদের জন্যই স্মার্টফোনটি আনা হবে।

প্রতিষ্ঠানটি এর আগে ম্যাসেজিং অ্যাপ ফ্লিপচ্যাট আনে। এই অ্যাপটিতে একই বিষয়ে আগ্রহী ব্যক্তিরা ফোরাম বা গ্রুপ চ্যাটের মাধ্যমে একত্রে আলোচনা করার সুযোগ পাবেন।

অন্যদিকে, চার মাস আগে দোশান নামের একটি ভিডিও চ্যাট করার অ্যাপও আনে তারা। নানা রকম ফিল্টার ও ইফেক্ট দিয়ে এতে শর্ট ভিডিও ক্লিপ তৈরি করা যায়। এছাড়া অ্যাপটিতে পাঠানো প্রাইভেট ম্যাসেজগুলো ৭২ ঘণ্টার মধ্যে মুছে যায়।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড