• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে ২০ লাখ সিম

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, ২০:৪১
বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার (২৫ মার্চ) মাঝরাত থেকে ২০ লাখ সিম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিটিআরসির সিনিয়র পরিচালক জাকির হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টির বেশি নিবন্ধন করা হয়েছে এমন সিমের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৯২৭টি। এগুলো বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক এ প্রসঙ্গে বলেন, ‘নিরাপদে মোবাইল সিম ব্যবহারের এ প্রচেষ্টা আরও গ্রাহকবান্ধব হবে এবং এ খাত অধিকতর সুশৃঙ্খল হবে। আশা করছি এর ফলে জনসাধারণ নির্বিঘ্নে উন্নত টেলিযোগাযোগ সেবা গ্রহণ করতে পারবে।’

প্রসঙ্গত, এর আগে এক বৈঠকে বিটিআরসি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির অধিক নিবন্ধিত সিম বন্ধের নির্দেশনা দেয়। ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড