• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বাজারে ঝামেলামুক্ত পেশাদার ‘হেডফোন’

  প্রযুক্তি ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, ১৫:৪৭
‘হেডফোন’
বাজারে পাওয়া যাচ্ছে ঝামেলামুক্ত পেশাদার ‘হেডফোন’

বাজারে এলো ঝামেলামুক্ত পেশাদার ‘হেডফোন’। এই হেডফোনের সুবিধা হলো এটি গোলমেলে পরিবেশেও ঝামেলামুক্ত কথা বলা আর সঙ্গীত উপভোগের সুযোগ করে দেয়। টেক রিপাবলিক লিমিটেডের তৈরি এই হেডফোনটির নাম `জাবরা ইভলভ ২০’।

টেক রিপাবলিক’র জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক মোহাম্মদ বদরুদ্দোজা রাহাত জানান, বর্তমানে দেশে বিজনেস আউটসোর্সিং পেশায় যুক্ত হচ্ছেন অনেকেই। তাদের স্বাছন্দ্যের কথা মাথায় রেখেই টেকসই এই হেডফোনটি দেশের বাজারে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, হেডফোনটির সঙ্গে স্টোরিও ও মোনো প্রাঞ্জল শব্দ মানের একটি ‘নিয়ন্ত্রণ চাকতি’ রয়েছে। যার মাধ্যমে আঙুলের হালকা ছোঁয়াতেই কল গ্রহণ করা যাবে। আর সংযোগ স্থাপন করা যাবে প্রয়োজনীয় ব্যক্তির সঙ্গেও। ইচ্ছেমত নিয়ন্ত্রণ করা যাবে সবচেয়ে প্রয়োজনীয় ‘ভলিউম’ এবং ‘মিউট’।

উচ্চ মাত্রার কোলাহল থেকে শ্রোতাকে স্বস্তি দেওয়ার জন্য হেডফোনের ‘ইয়ার কুশন’ তৈরি করা হয়েছে একটি বিশেষ নকশায়। আবার এর মাইক্রোফোনটি দূরের গোলমেলে শব্দকে সরিয়ে কেবল কাছের শব্দকেই অপর প্রান্তে পৌঁছে দেয়। তাই কথা বলার সময় উভয় পক্ষের কারোরই কোনো সমস্যা হয় না।

হেডফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৫০০ টাকা।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড