• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া সিম বিক্রি করলে অপারেটরদের জরিমানা গুণতে হবে ৫০০০ টাকা

  অধিকার ডেস্ক    ০২ এপ্রিল ২০১৯, ১৩:৪১

বিটিআরসি

মোবাইল ফোন ব্যবহার করে চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, নারীদের উত্যক্ত করা থেমে নেই। এমনকি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পরও এসব অপরাধ বেড়েই চলেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা ভুয়া নিবন্ধনের মাধ্যমে সিম কিনে এসব অপরাধ করছে।

এ ধরনের অপরাধ ঠেকাতে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব মোবাইল অপারেটরগুলোকে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভুয়া তথ্য দিয়ে নিবন্ধন করা সিমের দায়-দায়িত্ব অপারেটরগুলোকে নিতে হবে। ভুয়া নিবন্ধনের ক্ষেত্রে প্রতিটি সংযোগের বিপরীতে অপারেটরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

কমিশনের সংশ্লিষ্টরা মনে করছেন, এতে অবৈধ ভিওআইপি সেবার ক্ষেত্রে ব্যবহৃত ভুয়া নিবন্ধনের সিমের ব্যবহারও কমে আসবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সিম নিবন্ধন নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট অপারেটরের।

এর আগে অনিবন্ধিত সিম ধরা পড়লে অপারেটরদেরকে প্রতিটি ক্ষেত্রে ৫০ ডলার হারে জরিমানা গুনতে হতো।

এ স্বল্প জরিমানাকে সুযোগ নিয়ে ভুয়া তথ্যের মাধ্যমে নিবন্ধিত সিম দিয়ে অপরাধ সংশ্লিষ্ট কার্যক্রম বিশেষ করে ভিওআইপি বেশি চলেছে। কমিশন চাইলেও অপারেটরগুলোকে অনেক ক্ষেত্রেই বড় অংকের জরিমানা করতে পারেনি।

ফলে অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযানে হাজার হাজার সিম ধরা পড়লেও অপারেটরকে খুব কম ক্ষেত্রে দায়ী করা গেছে। এজন্যই নির্দেশনায় কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফলশ্রুতিতে যে কোনো অপরাধের সঙ্গে পাওয়া সিম যাচাই করে প্রকৃত সিম নিবন্ধনকারী তথ্য পাওয়া না গেলে অপারেটরদেরকে দায়ী করা হবে। এজন্য তাদের কাছ থেকে প্রতিটি সিমের জন্য জরিমানাও আদায় করা যাবে।

অপারেটররা এই সিদ্ধান্তের ফলে এখন সিম নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকের তথ্য যাচাইয়ে আরও সচেতন হবেন বলে বিটিআরসির সংশ্লিষ্টরা মনে করছেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড