• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ে পি৩০’র জন্য এলো ওয়্যারলেস চার্জিং কেস

  অধিকার ডেস্ক    ২৮ মার্চ ২০১৯, ১৯:২৭

হুয়াওয়ে

হুয়াওয়ে পি৩০-তে কোনো চার্জিং কয়েল যুক্ত করা হয়নি। তাই এবার ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সুবিধা যুক্ত করতে ওয়্যারলেস চার্জিং কেস আনা হয়েছে। এর মাধ্যমে ফোনটি সহজেই চার্জ করা যাবে।

টাইপ-সি পোর্ট দিয়ে এই ওয়্যারলেস চার্জিং কেসটি ফোনের সঙ্গে কানেক্ট করা হবে।এর মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে। এই ওয়্যারলেস কেসটি ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে।

অন্যদিকে, স্লিপারি না হওয়ায় কেসটি সহজে হাত থেকে ফোন পরে যাওয়ার আশংকা নেই।

হুয়াওয়ে পি৩০ সম্প্রতি উন্মোচিত হয়। ফোনটিতে রয়েছে ২৩৪০×১০৮০ পিক্সেল রেজুলেশনের ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। আর পেছনে আছে ৪০, ১৬ ও ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক‍্যামেরা সেটআপ এবং সামনে আছে এফ/২.০ অ‍্যাপারচার সমৃদ্ধ ৩২ মেগাপিক্সেল ক‍্যামেরা।

হাইসিলিকন কিরিন ৯৮০ রয়েছে প্রসেসর হিসেবে রয়েছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ‍্যান্ড্রয়েড ৯ পাই এবং ব্যাকআপ দিতে আছে ৩৬৫০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।

ফোনটিতে আছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। এই সংস্করণের দাম ধরা হয়েছে ৭৯৯ ইউরো (প্রায় ৭৬ হাজার টাকা)।

ডিভাইসটি পাঁচটি রঙ যেমন- পার্ল হোয়াইট, ব্রিদিং ক্রিস্টাল,অ্যাম্বার সানরাইজ, অররা ও কালো রঙে বাজারে ছাড়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড