• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এসএমপি অপারেটরের স্বীকৃতি পেল গ্রামীণফোন

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

গ্রামীণফোন
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন

‘সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার’ বা এসএমপি অপারেটর হিসেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

গ্রামীণফোনকে রবিবার (১০ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। তবে বিটিআরসির চিঠিতে অপারেটরটির করণীয় সম্পর্কে নির্দেশনা পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বিটিআরসির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের নভেম্বরে বিটিআরসি ‘এসএমপি নীতিমালা-২০১৮’ প্রকাশ করে। সেই নীতিমালায় বলা হয়েছে, রাজস্ব আয়, কোনো অপারেটর গ্রাহক সংখ্যা বা তরঙ্গ (স্পেক্ট্রাম)-এর যে কোনো একটিতে ৪০ শতাংশের বেশি দখলে থাকলে বিটিআরসি সেটিকে ‘এসএমপি অপারেটর’ হিসেবে ঘোষণা দিতে পারবে।

, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ও অর্জিত বার্ষিক রাজস্ব আয়ের দিক দিয়ে ৪০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে বলে বিটিআরসির চিঠিতে বলা হয়েছে।

তথ্য অনুসারে, গ্রাহক হিসেবে বর্তমানে গ্রামীণফোনের দখলে রয়েছে ৪৭ ভাগ বাজার এবং রাজস্ব আয়ে রয়েছে ৫০ ভাগ মার্কেট শেয়ার।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বলেন, ‘চিঠিটি দেখে এখন আমাদের কী করণীয় সেটি ঠিক করব। আশা করছি, এসএমপি রেগুলেশনের ক্ষেত্রে গ্রামীণফোন আর্ন্তজাতিক ও টেলিযোগাযোগ খাতের সর্বোচ্চ মানসম্মত নিয়মগুলো বিবেচিত হবে। যার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে সবার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড