• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

  অধিকার ডেস্ক    ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

উত্তরপত্র মূল্যায়ন
উত্তরপত্র মূল্যায়নের অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু (ছবি: সংগৃহীত)

সরকার এবার মাধ্যমিক পর্যায়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকদের অনলাইনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) কারিগরি সহযোগিতার উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ জানুয়ারি)জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমটির উদ্বোধন করেন।

মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

এই অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমটি মুক্তপাঠের মাধ্যমে চালানো হবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, এটুআইয়ের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান,জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড