• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৫২

মেং ওয়ানঝু
হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু (ছবি: সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা করেছে।

তারা বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ এনে হুয়াওয়ে ও মেং ওয়ানঝুর বিরুদ্ধে এই মামলাগুলো করেছে।

অভিযোগগুলো হলো- ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতারণা, বিচারে বাধা, প্রযুক্তি চুরি ইত্যাদি। (খবর বিবিসি)

এর আগে গত বছরের ১ ডিসেম্বর হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে ভ্যাংকুভার বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কানাডা যুক্তরাষ্ট্রের অনুরোধে ওয়ানঝুকে গ্রেফতার করে।

ওয়ানঝুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা করা। তবে ওয়ানঝু বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। এবং এ ব্যাপারে হুয়াওয়ের অবস্থানও একই।

ওয়ানঝু গত মাসেই জামিনে মুক্তি পান। তবে তিনি কানাডায় কড়া নজরদারির মধ্যে আছেন। ওয়ানঝুকে ফের আগামী ৬ ফেব্রুয়ারি ভ্যাংকুভারের আদালতে তোলা হবে। হুয়াওয়ের এই কর্মকর্তাকে গ্রেফতারের জের ধরে চীনের সঙ্গে কানাডা ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। ধারণা করা হচ্ছে,তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে এ সম্পর্ক আরও তিক্ত হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড