• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার বড় ডিসপ্লের ট্যাব আনছে স্যামসাং

  অধিকার ডেস্ক    ২৬ জানুয়ারি ২০১৯, ২০:২৬

স্যামসাং
গ‍্যালাক্সি ভিউ ২

দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাং এবার বড় ডিসপ্লের নতুন আরেকটি ট‍্যাব আনতে যাচ্ছে। অনলাইনে ফাঁস হয়েছে এর তথ‍্য।

জানা গেছে, এই ট্যাবটির নাম হবে ‘গ‍্যালাক্সি ভিউ ২’। তবে ডিভাইসটি সর্ম্পকে প্রতিষ্ঠানটি বিস্তারিত কোনো তথ‍্য জানায় নি।

গিকবেঞ্চে ডিভাইসটির স্কোর প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, সিঙ্গেল ও ডুয়েল কোরে ডিভাইসটির স্কোর যথাক্রমে ১২০০ এবং ৩৯৮৭।

ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৮.১ ওরিও। যা পরবর্তীতে অ‍্যান্ড্রয়েড ৯.০ পাইয়ে আপডেট করা যাবে।

এর ডিসপ্লের আকার হবে ১৮.৪ ইঞ্চি। ৩ গিগাবাইট র‍্যাম থাকলেও ইন্টারনাল মেমোরি কত থাকবে সে সম্পর্কে কোন তথ‍্য জানা যায়নি।

প্রসেসর হিসেবে ডিভাইসটিতে থাকবে এক্সিনোজ ৭৮৮৫। এটি মূলত একটি মিডরেঞ্জ প্রসেসর। গ‍্যালাক্সি এ৮ (২০১৮) এবং গ‍্যালাক্সি এ৮+(২০১৮) ফোনে এই প্রসেসর রয়েছে। তাই ডিভাইসটির মূল্য মিডরেঞ্জের মধ‍্যেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গ‍্যালাক্সি ভিউ ২ ট‍্যাবটি স্যামসাং টেলিকম অপারেটর এটিএন্ডটি’র সঙ্গে যৌথভাবে বাজারে আনতে পারে।

আগামী মাসে অনুষ্ঠিতব‍্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (সিইএস) ডিভাইসটি উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড