• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার মেইজুর ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরার ফোন আনার ঘোষণা

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:১৫

মেইজু
মেইজু ফোন

একের পর এক ঘোষণা আসছে অধিক মেগাপিক্সেল ক‍্যামেরা সমৃদ্ধ স্মার্টফোনের। এবার এই যুদ্ধে হাজির হচ্ছে মেইজু। তারা ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরার ফোন আনতে যাচ্ছে বলে জানা গেছে। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘মেইজু নোট ৯’।

মেইজুর ফোরামে প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী জ্যাক ওয়াং সম্প্রতি এই তথ‍্য জানান। তবে এখন পর্যন্ত ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ‍্য জানানো হয়নি।

জানা গেছে, এই ফোনে ছবি তোলার জন্য থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক‍্যামেরা। সেখানে সনি আইএমএক্স৫৮৬ ব‍্যবহার করা হবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬১৫০ থাকছে প্রসেসর হিসেবে। আর ব‍্যাকআপ সুবিধা দিতে ৪ হাজার মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন

উন্মচিত হয়েছে শাওমির ৪৮ মেগাপিক্সেলবিশিষ্ট ক‍্যামেরা ফোন

শাওমির পর এবার অপ্পো আনছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

কম বেজেল বিশিষ্ট মেইজু নোট ৯ ফোনে থাকবে ৬ দশমিক ৩ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। আর ট্রেন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের বদলে থাকবে সাইড ফিঙ্গারপ্রিন্ট।

আগামী মাসের ৫ তারিখ ডিভাইসটি উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসেই শাওমি সাশ্রয়ী দামের ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরার রেডমি নোট ৭ ফোন উন্মোচন করে। তারপরই অপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি ৪৮ মেগাপিক্সেলের ফোন বাজারে আনার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড