• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মার্টফোন ব্যবসা থেকে বিদায় নিচ্ছে ‘এসেনসিয়াল প্রডাক্টস’

  অধিকার ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২

অ্যান্ডি রুবিন
এসেনসিয়াল ফোন হাতে অ্যান্ডি রুবিন

অ্যান্ড্রয়েডের স্রষ্টা অ্যান্ডি রুবিনের স্মার্টফোন ও গ্যাজেট স্টার্টআপ প্রতিষ্ঠান ‘এসেনসিয়াল প্রডাক্টস’ স্মার্টফোন ব্যবসা থেকে বিদায় নিতে যাচ্ছে। তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরেই এই জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস ও ইয়াহু টেকের এক প্রতিবেদনে বলা হয়েছে। এসেনসিয়াল প্রডাক্টসের পক্ষ থেকে গত সপ্তাহে নিজস্ব স্টোরে এসেনসিয়াল ফোনের শেষ স্টক দেখানো হয়। তাদের বক্তব্য, এখন তারা স্মার্টফোন সরবরাহ নিয়ে ভাবছে না। যে কারণে অনানুষ্ঠানিকভাবে এসেনসিয়াল ফোনের উৎপাদন ও সরবরাহ বন্ধ করা হচ্ছে। অ্যান্ডি রুবিন গত বছর জুনে এসেনসিয়াল ফোনের প্রথম হ্যান্ডসেট বাজারে ছাড়ে। দাবি করা হয়েছিল, ডিভাইসটি গ্রাহক পর্যায়ে অ্যান্ড্রয়েডের প্রকৃত অভিজ্ঞতা দেবে কিন্তু তারা প্রত্যাশিত ইউনিট বিক্রি করতে ব্যর্থ হয়। এমনকি ব্যাপক মূল্যছাড় দিয়েও ডিভাইসটির বিক্রি বাড়ানো যায়নি। ফলে দ্বিতীয় স্মার্টফোন তৈরি স্থগিত করে এসেনসিয়াল প্রডাক্টস। এসেনসিয়াল প্রডাক্টস এক বিবৃতিতে জানিয়েছে, ফিজিক্যাল স্টোরের পাশাপাশি অনলাইন স্টোর ‘এসেনসিয়াল ডটকমে’ এসেনসিয়াল ফোনের স্টক শেষ হয়েছে। ভবিষ্যতে এ ডিভাইসে নতুন কোনো উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড