• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়েস ম্যাসেজ পাঠানোর ফিচার যুক্ত হলো ইনস্টাগ্রামে

  অধিকার ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫

ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে ভয়েস ম্যাসেজ সুবিধা (ছবি : সংগৃহীত)

ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে এবার নতুন ফিচার যুক্ত হয়েছে। ছবি শেয়ারিং সুবিধার পাশাপাশি এই অ্যাপে যুক্ত করা হয়েছে ভয়েস ম্যাসেজ।

এই নতুন ফিচারে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বন্ধুদের ১ মিনিটের ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন। ফিচারটি প্রাইভেট ও গ্রুপ ম্যাসেজ অপশনে কাজ করবে।

আপাতত এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইনস্টাগ্রাম অ্যাপে আসা নতুন আপডেটটি খুব দ্রুতই সব ডিভাইসে পৌঁছে যাবে ।

এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে যাকে ভয়েস ম্যাসেজ পাঠাবেন, তার চ্যাট বক্সে গেলে নিচের দিকে মাইক্রোফোনের আইকন দেখা যাবে।

এরপর সেখানে ট্যাপ করে ভয়েস ম্যাসেজটি রেকর্ড করতে হবে এবং সেখান থেকে এটি বন্ধুদের পাঠিয়ে দেয়া যাবে। আর রেকর্ডটি পছন্দ না হলে বাম পাশে সোয়াইপ করে তা বাতিল করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড