• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুক কার্যালয়ে বোমাতঙ্ক!

  অধিকার ডেস্ক    ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০

ফেসবুক
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের হেডকোয়ার্টারের কয়েকটি বিল্ডিং বোমাতঙ্কে খালি করা হয়েছে। উড়ো চিঠি পাঠিয়ে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বোমা হামলার হুমকি দেওয়া হলে ফেসবুকের হেডকোয়ার্টারে অবস্থান নেয় পুলিশ।

তবে বোম স্কোয়াডের সদস্যরা সেখানে কোনো বোমাসদৃশ বস্তু বা ডিভাইস খুঁজে পায়নি।

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, তাদের সব কর্মী নিরাপদে আছেন এবং সবাই নিরাপদে হেডকোয়ার্টারে ফিরে গেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপরাধ দমন বিভাগকে বোমা হামলার পরিকল্পনার কথা জানিয়ে সর্বপ্রথম একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে মেনলো পার্কের পুলিশ ব্যবস্থা নেয়।

ফেসবুক ২০১১ সালে মেনলো পার্কে তাদের অফিস চালু করে।

এর আগে ইউটিউবের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে চলতি বছর হামলা চালিয়েছিলেন ৩৯ বছর বয়েসী ইরানী নাগরিক নাসিম আগদাম। আর আগদামের গুলিতে তিন জন আহত হন। এ ঘটনার একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড