• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুদের কোডিং শেখালো 'ফ্রি দ্য মাইন্ড'

  অধিকার ডেস্ক    ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

কোডিং
‘ফ্রি দ্য মাইন্ড’ এর কর্মশালা (ছবি : সংগৃহীত)

শিশুদের কাছে প্রোগ্রামিং সহজ করে তুলতে ছয় দিনব্যাপী এক কর্মশালা করেছে ‘ফ্রি দ্য মাইন্ড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা গত ৩ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর ছয়টি প্রাইমারি স্কুলে ‘আওয়ার অব কোড’ নামের একটি অনুষ্ঠানে বাচ্চাদের কোডিং শেখায়।

প্রোগ্রামিং, আর্টস এবং রোবটিক্সে দক্ষ করে তুলতেই বাচ্চাদের স্কুলগুলোতে এক ঘণ্টাব্যাপী কোডিং শেখানো হয়। ‘ফ্রি দ্য মাইন্ড’ টিচার নেটওয়ার্কের ছয় শিক্ষক নিজ নিজ স্কুলে এর আয়োজন করেন। কোড ডট অর্গের সাহায্যে শিক্ষকরা কর্মশালাগুলো পরিচালনা করেন।

এ বিষয়ে ফ্রি দ্য মাইন্ডের সহপ্রতিষ্ঠাতা সৈয়দ নাইমুল হোসেন বলেন, শিক্ষার্থীরা লিখতে ও পড়তে শেখার আগে কোড করতে শিখে যায় বলে গবেষণায় দেখা যায়। তাই ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থায় কোডিংয়ের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

বাংলাদেশে ‘ফ্রি দ্য মাইন্ড’ ২০১৬ সালে প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আওয়ার অফ কোডের আয়োজন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড