• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্ধকারে ডুবে গেল গুগলের ‘অ্যালো’

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৫১

অ্যালো
ম্যাসেজিং অ্যাপ 'অ্যালো'

আনুষ্ঠানিকভাবে গুগলের ম্যাসেজিং অ‍্যাপ 'অ্যালো' বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের চ্যাট হিস্ট্রি সংরক্ষণের জন্য আগামী মার্চ পর্যন্ত সময় পাবেন। তারপরই পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই অ্যালো।

তবে এই অ্যালো বন্ধ হওয়ার খবরটি নতুন কিছু নয়। কারণ গুগল অ‍্যাপটির কোনো আপডেট ও উন্নয়নে আর বিনিয়োগ করবে না বলে গত এপ্রিলেই ঘোষণা দেয় । অন্য ম্যাসেজিং অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে ২০১৬ সালে অ‍্যাপটি উন্মোচন করে গুগল। কিন্তু প্রথম দিকে কিছুটা জনপ্রিয় হয়ে উঠলেও ধীরে ধীরে সেটি জনপ্রিয়তাও হারাতে থাকে। এ দিকে গুগল যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ কোম্পানি ভ্যারিজনের সঙ্গে মিলে অ্যান্ড্রয়েড ম্যাসেজে নতুন রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) সেবা চালু করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ফিচারটি পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল ফোনের মালিকরা ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, এই অ্যাপ কোনো ম্যাসেজিং অ্যাপ নয়। এটি ‘ইউনিভার্সাল প্রোফাইল ফর রিচ কমিউনিকেশন সার্ভিস’র ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। একে এসএমএসের আধুনিকায়ন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। কারণ এটি ফুল রেজুলেশনের ছবি, ভিডিও, টেক্সট, বড় আকারের ফাইল ও গ্রুপ চ্যাট সমর্থন করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড