• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকরির সন্ধান দেবে অ্যামাজন!

  অধিকার ডেস্ক    ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৬

অ্যামাজন
চাকরি খুঁজতে সাহায্য করবে অ্যামাজন

এবার ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ শিক্ষার্থীদের চাকরি খুঁজতে সাহায্য করবে রিটেইল জায়ান্ট অ্যামাজন। অ্যামাজনের অঙ্গ প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) ক্লাউড কম্পিউটিং বিষয়ে সম্প্রতি এই ঘোষণা দেয়।

এডব্লিউএসের ভাইস প্রেসিডেন্ট তেরেসা কার্লসন বলেন, ক্লাউড কম্পিউটিংয়ে দক্ষ শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের পরিচয় করাতে আমরা ভায়া হয়ে কাজ করতে চাই। পাশাপাশি এডব্লিউএস শিক্ষার্থীদের ক্লাউড কম্পিউটিংয়ে প্রশিক্ষণও দেবে।

তিনি আরও বলেন, ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে হাজার হাজার চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এডব্লিউএস দক্ষ ৩০টি নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে চাকরি প্রার্থীদের যোগাযোগ করিয়ে দিতে চায়।

‘ইন্টারভিউ এস্কেলেটর’ নামের নতুন প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাদের আবেদনপত্র দ্রুত তৈরি করতে এবং জমা দিতে পারবেন। তারা এই ব্যবস্থা করছেন বলে জানান তেরেসা।

তিনি বলেন, ক্লাউড কম্পিউটিং শিক্ষার জন্য ইতিমধ্যে বিশ্বের ১৫০০ প্রতিষ্ঠানের ১০ হাজারের বেশি শিক্ষার্থী আমাদের ‘এডব্লিউএস এডুকেট’ প্রোগ্রামে যোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড