• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফোরজির ৫০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ গ্রামীণফোনের

  অধিকার ডেস্ক    ০৮ নভেম্বর ২০১৮, ১১:৪১

ফোরজি
গ্রামীণফোনের ফোরজি গ্রাহক ৫০ লাখ (ছবি:ইন্টারনেট)

চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (ফোরজি) সেবায় ৫০ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করল গ্রামীণফোন। আর রবির গ্রাহকের সংখ্যা ৪০ লাখ এবং বাংলালিংকের গ্রাহক ১০ লাখ। মোবাইল ফোন অপরেটরদের দেওয়া এক তথ্যে এ চিত্র উঠে এসেছে।

অপারেটরা বলছেন, বর্তমানে ফোরজি গ্রাহক বৃদ্ধি থমকে আছে। নানা কারণেই ফোরজি হ্যান্ডসেটের সম্প্রসারণ থমকে আছে। এর কারণে গ্রাহক বাড়ছে না। তবে তারা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে যাচ্ছেন।

এ বিষয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ডিভাইসের উচ্চমূল্য এবং ইকোসিস্টেমে অভাব থাকার পরও কোম্পানির এই সাফল্যতায় তারা সন্তুষ্ট।

অন্যদিকে বিটিআরসির দেয়া তথ্যনুযায়ী, দেশে এখন ফোরজি গ্রাহক এক কোটির খুব কাছাকাছি ।

প্রসঙ্গত, দেশে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চতুর্থ প্রজেন্মর সেবার যুগ শুরু হয়। এপ্রিল মাসের মাঝামাঝি পর্যায়ে ফোরজি সংযোগ ছিল ২৫ লাখ। আর জুন মাসে এর গ্রাহক ছিল ৬০ লাখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড