• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাল্টে যাচ্ছে জিমেইলের লোগো

  প্রযুক্তি ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০, ২০:২০
গুগল
ছবি: সংগৃহীত

পুরোপুরি বদলে যাচ্ছে গুগলের অন্যতম জনপ্রিয় সেবা জিমেইলের লোগো। নতুন লোগোতে বাতিল হচ্ছে পুরনো লোগোর প্রায় সব উপাদানই। সম্প্রতি এমনটাই জানা গেছে।

জনপ্রিয় সেবা জিমেইলের লোগোটি এতোদিন এক রূপে দেখেছেন এর ব্যবহারকারীরা। এবার নতুন রূপে আসছে গুগলের মেইল সার্ভিসের লোগোটি।

সম্প্রতি গুগল জানায়, নতুন যুগে পদার্পণ করা মানুষের ভবিষ্যতের কথা ভেবেই অতীতকে ভুলতে চায় গুগলের জিমেইল। ফলে কাগজের চিঠির ইলেকট্রিক সংস্করণ মেইলের লোগোটি মুছে নতুন লোগো আনা হচ্ছে। লোগো পরিবর্তনে এরইমধ্যে কাজ শুরু করেছে গুগল। নতুন লোগোতে খামের প্রতীক থাকছে না। শুধুমাত্র ‘এম’ ইংরেজি অক্ষরটি থাকছে। তবে নতুন লোগোয় কী ধরনের রঙ ব্যবহার হবে তা এখনো নিশ্চিত করেনি গুগল।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরেই জিমেইলে পরিবর্তন আনার চেষ্টা করছে গুগল। সেই চেষ্টার অংশ হিসেবে লোগো পরিবর্তন হচ্ছে। এরইমধ্যে গল মিট বা গুগল চ্যাট সেবা চালু করেছে গুগল। লোগোর পাশাপাশি গুগলে সেবাতেও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।

নতুন জিমেইলের লোগোয় নীল, সবুজ, হলুদ ও লাল রং ব্যবহৃত হতে পারে। কারণ গুগলের অন্য সেবাতে এ রঙের ব্যবহার রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড